• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নওগাঁয় গণযোগাযোগ অধিদপ্তরের দু'দিনব্যাপী ইনোভেশন শোকেসিং কর্মসূচি অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় দু'দিনব্যাপী গণযোগাযোগ অধিদপ্তরের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে এই ইনোভেশন শোকেসিং কর্মসূচির আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর শুক্রবার বিকাল ৪ টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কলে দু'দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: নিজামুল কবীর।

এ অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা'র পরিচালক প্রশাসন ও অর্থ ইয়াকুব আলী, পরিচালক প্রচার ও সমন্বায়ক হাছিনা আক্তার, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মো: ফরহাদ হোসেন, প্রধান দপ্তরের উপপরিচালক প্রশাসন মো: মনিরুজ্জামান খান, উপপরিচালক কারিগরি ও প্রশিক্ষণ তারিক মোহাম্মদ এবং উপপরিচালক মাঠ প্রচার কে এম খালিদ বিন জামান উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মসূচিতে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা তথ্য অফিস ছাড়াও ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোন কোন জেলা তথ্য অফিসসহ মোট ২৫টি জেলা তথ্য অফিস থেকে অফিস প্রধান এবং একজন করে অফিস সহকারী বৃন্দ যোগদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads